উপজেলা চেয়ারম্যান ফরিদ চৌধুরীর হোয়াটস অ্যাপস ও মেইল একাউন্টস হ্যাক

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৮ এপ্রিল , ২০২৪ ০৭:৫৩ আপডেট: ৮ এপ্রিল , ২০২৪ ০৭:৫৩ এএম
উপজেলা চেয়ারম্যান ফরিদ  চৌধুরীর হোয়াটস অ্যাপস ও মেইল একাউন্টস হ্যাক
যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর মোবাইল নম্বর শনিবার সকালে ২৫ মিনিট হ্যাক করা হয়। এ ব্যাপারে কোতয়ারী মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নম্বর ৩৯২।

যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর মোবাইল নম্বর শনিবার সকালে ২৫ মিনিট হ্যাক করা হয়। এ ব্যাপারে কোতয়ারী মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নম্বর ৩৯২।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার ০১৭১১-২৯৮৮৪৩ নম্বরে  সকাল ৯টায়  কে বা কারা ০১৭৩৯ -২০২৫২৪ হোয়াটস নম্বর থেকে যোগাযোগ করে বাংলাদেশ আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান পরিচয় দিয়ে আমাকে একটি লিংক প্রেরণ করে সেটায় ঢুকে আওয়ামী লীগের একটি সাংগঠনিক মিটিংয়ে যোগদান করতে বলে। উক্ত লিংকে প্রবেশ করলে ২৫ মিটির আমার হোয়াটস অ্যাপস ও মেইল একাউন্টস হ্যাক করে মোবাইলে থাকা সমস্ত ডাটা  ডাউন লোড করে নেয়ার চেষ্টা করে। ২৫ মিনিট পর আমার একাউন্ট পুনরুদ্ধার করতে এবং ডাটা গুলো করতে সক্ষম হই।

পরবর্তীতে আমি বুঝতে পারলাম ০১৭৩৯ -২০২৫২৪ ও ০১৯১৩-৯১৫৩৮৯ নম্বরে যোগাযোগ করলে তাহা আবারো বাংলাদেশ আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান পরিচয় দিয়ে প্রতারণা চেষ্টা করে। সেই সাথে  আবারো আমার আইডি কুক্ষিগত  করার চেষ্টা করে অসফল হয়। ভবিষ্যতে উক্ত ডাটা এডিট করে অনৈতিক কর্মকান্ডের সাথে আমাকে জড়াইয়া মিথ্যা মামলা ফাঁসাই দিয়ে বড় ধরনে ক্ষতি করতে পারে বলে আশংঙ্কা করছি। তাছাড়া তারা আমাকে কয়েকটি কোডে কল করতে বলে বলে আমার সিম  ক্লোন করতে পারে বলেও তিনি ভয় পা”েছন।

এই বিভাগের আরোও খবর

Logo