কাঠালিয়ার আমরিবুনিয়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ৬ মে , ২০২৪ ১২:১৯ আপডেট: ৬ মে , ২০২৪ ১২:১৯ পিএম
কাঠালিয়ার আমরিবুনিয়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের অমরিবুনিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের অমরিবুনিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের ভক্ত বাড়ির সামনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবসমাজ। ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় দেখতে দূরদূরান্ত থেকে শত শত মানুষ আসেন। 

এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে থেকে ৭ জন প্রতিযোগী ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মামুন মিরা, দ্বিতীয় হয়েছে নান্নু শিকদার এবং তৃতীয় সাগর হাওলাদার ।

উপজেলার সাতানীর  ঘোড়ার মালিক মোহাম্মদ নান্নু শিকদার জানান, গ্রামে-গঞ্জে এখন আর ঘোড়া চোখেই পড়ে না। মানুষ নানা ধরনের বহন ব্যবহার করে। গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে, অনেকটা শখের বসে ঘোড়া পালন করি। এরকম আসর আয়োজনের খবর পেলে ছুটে আসি দর্শকদের আনন্দ দিতে।

স্থানীয় যুব সমাজের মোঃ সৈকত অলিউল জানান ঘোড়দৌড় প্রতিযোগিতা আমাদের এলাকার একটি ঐতিহ্য ছিল। কিন্তু কালের আবর্তে এটি হারিয়ে যেতে বসেছিল। গ্রামের মানুষের বিনোদনের ব্যবস্থা বলতে গেলে নেই। তাই আমরা যুব সমাজ এই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করেছি। যাতে স্থানীয়রা কিছুটা বিনোদন পায়। 

স্বাগত বক্তব্য দেন ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির পক্ষে মোঃ নুরুল হক বেপারী। প্রতিযোগিতার উদ্বোধন করেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও অনুষ্ঠানের সভাপতি মোঃ ফয়সাল আহম্মদ মিঠু।  অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ডঃ আব্দুল জলিল নিয়াজি।

এই বিভাগের আরোও খবর

Logo