প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে বালিকায় আমরিবুনিয়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২৩ জানুয়ারী , ২০২৫ ২২:৫৮ আপডেট: ২৩ জানুয়ারী , ২০২৫ ২২:৫৮ পিএম
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে বালিকায় আমরিবুনিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে বালিকায় আমরিবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে বালিকায় আমরিবুনিয়া  সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার ঝালকাঠি পৌর স্টেডিয়ামে দিন ব্যাপী এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এই টুর্নামেন্টের ফাইনালে মেয়েদের গ্রুপে কাঠালিয়া  উপজেলার আমরিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে নলছিটি উপজেলার প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হযেছে। উল্লেখ্য কাঠালিয়া উপজেলায়ও আমরিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল।  জেলা প্রশাসক বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন। লেখাপড়ার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মাধ্যমে তাদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে দেশে তারুন্যের উৎসব ২০২৫ এর আওতায় এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে জেলার চার উপজেলার বালক ও বালিকাদের মোট ৮টি দল অংশ গ্রহণ করে । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলা প্রথমিক শিক্ষা অফিসার আ.ব.ম. আসাদুল আলম এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল মহিতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo