উন্নয়ন এবং সমস্যা পীড়িত মানুষের সমস্যার সমাধানে নিরলস ভাবে কাজ করে যাবেন এরকম নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। ২১শে মে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর আজ ২২ শেষ মে থেকেই মাঠে নেমে পড়েছেন তিনি।
উন্নয়ন এবং সমস্যা পীড়িত মানুষের সমস্যার সমাধানে নিরলস ভাবে কাজ করে যাবেন এরকম নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। ২১শে মে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর আজ ২২ শেষ মে থেকেই মাঠে নেমে পড়েছেন তিনি।
মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় সর্দারপাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি রাস্তা এবং পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন। কিন্তু দীর্ঘ দিনে ও সেই দাবি পূরণ না হওয়ায় এলাকার মানুষ এসেছিলেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল'র কাছে। তিনিও ওয়াদা করেছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, আপনাদের দাবি আমি পূরণ করব ইনশাআল্লাহ।
আজ সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীদের সাথে নিয়ে রাস্তা এবং ড্রেনের মাপ যোক সম্পন্ন করা হয়েছে।