রাঙামাটিতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯

মোঃ কামরুল ইসলাম ফয়সাল প্রকাশিত: ১১ মে , ২০২৫ ১৪:০৫ আপডেট: ১১ মে , ২০২৫ ১৪:০৫ পিএম
রাঙামাটিতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯

রাঙামাটিতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৬৯ বুদ্ধাব্দ।

রোববার সকালে আসামবস্তি এলাকার বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত হয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী এবং রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণাপাল থেরো।

আলোচনা সভা শেষে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এর আগে সকালেই জেলা শহরের তবলছড়ি এলাকা থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে আসামবস্তির বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষুসংঘ এবং সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo