মাটি বিক্রির দায়ে একলাখ টাকা জরিমানা

মোঃ আঃ রহিম জয় চৌধুরী প্রকাশিত: ২১ জানুয়ারী , ২০২৪ ০৬:৩৫ আপডেট: ২১ জানুয়ারী , ২০২৪ ০৬:৩৫ এএম
মাটি বিক্রির দায়ে একলাখ টাকা জরিমানা
ফেনী, জেলার দাগনভূঞা উপজেলায় আজ কৃষি জমির মাটি বিক্রির অপরাধে জাকের হোসেন বাবলু নামে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফেনী,  জেলার দাগনভূঞা উপজেলায় আজ কৃষি জমির মাটি বিক্রির অপরাধে জাকের হোসেন বাবলু নামে এক ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
আজ শুক্রবার বিকালে সিন্দুরপুর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন। দন্ডিত জাকের হোসেন বাবলু উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের বাসিন্দা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন জানান, ভূমি মালিক অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় জাকের হোসেন বাবলুকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একলাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo