মাগুরাতে বিআরডিবি'র ৩ দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য আয়বর্ধনমূলক গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ।

তারিকুল ইসলাম প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৪৯ আপডেট: ৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:৪৯ পিএম
মাগুরাতে বিআরডিবি'র ৩ দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য আয়বর্ধনমূলক গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ।
মাগুরাতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র ৩ দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য আয়বর্ধনমূলক গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

মাগুরাতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র ৩ দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য আয়বর্ধনমূলক গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ  ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত "সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)- ২য় পর্যায়" এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রশিক্ষণটি সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা বৃদ্ধি করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গবাদিপশু পালনের আধুনিক কৌশল ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে স্বাবলম্বী হবে বলে তিনি প্রত্যাশা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo