গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেমে দরবার ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, মাইজভাণ্ডারী তরিকতের অনুসারীরা শান্তিপ্রিয়। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তরিকতের অনুসারীরা সবসময় কাজ করে থাকেন।বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে আগামি ১০ মাঘ মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৯তম বার্ষিক ওরশ উপলক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।১০ মাঘ ওরশ উপলক্ষ্যে বিভিন্ন থানা কার্যকরী সংসদ ও শাখা কমিটির কর্মকর্তাদের নিয়ে এ সমন্বয় সভার আয়োজন করে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদ।সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) সমাজের কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করেছেন তা বাস্তবায়নে সকলকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। নিজের লক্ষ্য ঠিক করে আগাতে হবে। সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছেন, ফ্রিল্যান্সিং কোর্স চালু করেছেন, বৃত্তি পরীক্ষা চালু করেছেন, হেফজখানা ও মাদ্রাসা চালু করেছেন, ড্রাইভিং শেখানোর জন্য ড্রাইভিং স্কুল চালু করেছেন, গবেষণা সেন্টার চালু করেছেন। আমাদের সকলকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।সভায় আগামি ১০ মাঘ হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.)’র ১১৯তম ওরশ শরীফ সফল করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সভাপতি শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী।সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সহ-সভাপতি সফিউর রহমান সাইফু, কোষাধ্যক্ষ আই. আইচ. মুহাম্মদ মিয়া, দারুত-তায়ালীমের সম্পাদক মওলানা মুহাম্মদ আলী আছগর, জনসংযোগ ও প্রচার সম্পাদক সরওয়ার কামাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক অধ্যাপক আহমদ কবির, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ নাসের তালুকদার ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম।সমন্বয় সভায় খুলশী, পাঁচলাইশ, বায়েজিদ, চান্দগাঁও, বাকলিয়া, কোতোয়ালী, ডাবলমুরিং-সদরঘাট, বন্দর-পতেঙ্গা, পাহাড়তলী-হালিশহর ও আকবরশাহ থানা কার্যকরী সংসদ ও বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আগামি ১০ মাঘ (২৪ জানুয়ারি ২০২৫) গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর ১১৯তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।