টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪টি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪টি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মধুপুর পৌরসভার বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রদর্শন, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রয় ও অ্যান্টিবায়োটিকের রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে ৪টি ফার্মেসির মালিককে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন আহসান হাবীব, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন, টাঙ্গাইল। সহযোগিতায় ছিলেন এসআই আবুল কালামের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল। সহকারী কমিশনার জানান জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।