ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন যেভাবে মানবিক কাজে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়--জেলা প্রশাসক

রাসেল মিয়া প্রকাশিত: ১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৬:৪৩ আপডেট: ১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৬:৪৩ এএম
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট  এসোসিয়েশন যেভাবে মানবিক কাজে এগিয়ে  এসেছে তা প্রশংসনীয়--জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিজেএ) উদ্যেগে শীতার্তদের মাঝে জেলা প্রশাসন প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার ৩১ জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিজেএ) উদ্যেগে শীতার্তদের মাঝে জেলা প্রশাসন প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।  আজ বুধবার ৩১ জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। এসময় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিটিজেএ’র উপদেষ্টা মো: আরজু, সহ-সভাপতি আ.ফ.ম কাউসার এমরান, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, সাংবাদিকতার পাশাপাশি শীতার্তদের পাশে দাঁড়াতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দেশের অসহায় মানুষের কষ্ট লাঘব হবে। তিনি আরো বলেন, নির্ভিক ও বস্তুনিষ্ট সাংবাদিকতার মাধ্যমে জেলার সাংবাদিকরা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনের দিনগুলোতে সাংবাদিকদের সাথে নিয়েই জেলার উন্নয়নে কাজ করব। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভা শেষে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল তুলে দেন অতিথিবৃন্দরা।

এই বিভাগের আরোও খবর

Logo