বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ সাদ্দাম হোসাইন প্রকাশিত: ২০ ডিসেম্বর , ২০২৩ ১৪:৫২ আপডেট: ২০ ডিসেম্বর , ২০২৩ ১৪:৫২ পিএম
বেনাপোলে ইয়াবাসহ মাদক কারবারি আটক
দেহ তল্লাশি করে লুকিয়ে থাকা ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মুল্যে ৭ লক্ষ ৭৭ হাজার টাকা।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

যশোরের বেনাপোলে ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ জিয়াউর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। এসময় তার ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর)সকাল ১০ টার দিকে বেনাপোল আমড়াখালি চেকপোষ্ট থেকে এ ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটক জিয়াউর রহমান বেনাপোল বড়আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে।

যশোর ৪৯ সদর বিজিবির নায়েব সুবেদার ফয়জুল ইসলাম জানায়, বেনাপোল আমড়াখালি চেকপোস্টে নিয়মিত চেকিং এর সময় একজন মোটরসাইকেল চালকের গতিবিধি সন্দেহ হলে গতিরধ করি।পরে তার দেহ তল্লাশি করে লুকিয়ে থাকা ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মুল্যে ৭ লক্ষ ৭৭ হাজার টাকা।এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত আসামীসহ মালামাল বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরোও খবর

Logo