বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেওয়ারিশ লাশের ময়না তদন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।
পরিবারের খোজে লাশটি ২ দিন হিম ঘরে অপেক্ষমান।
৭ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকায় বীরগঞ্জ থানাধীন ঢাকা-পঞ্চগড় মহাসড় কে শালবাগান সংলগ্ন জেলখানা মোড়ে বালু বোঝাই ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়।
চালক পালিয়ে গেছে, ঘাতক ট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট-২২-২১১৯. থানায় আটক রয়েছে।
দশমাইল হাইওয়ে থানার এস আই আনোয়ারুল ইসলাম জানান অজ্ঞাতনামা পরিচয়হীন ভবঘুরে বৃদ্ধের লাশটি বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। কোন ওয়ারিশ পাওয়া যায়নি। তিনি আরও জানান পরবর্তীতে সিআইডি ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।
ওয়ারিশের খোজে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল হিমঘরে ২ দিনের জন্য রাখা হয়েছে। তার পরেও ওয়ারিশ পাওয়া না গেলে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করেছে।