বীরগঞ্জে এনজিও কর্মতৎপরতা কমিটির কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৪ ১১:০৬ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৪ ১১:০৬ এএম
বীরগঞ্জে এনজিও কর্মতৎপরতা কমিটির কমিটির সভা অনুষ্ঠিত
28 এপ্রিল 2024 (রবিবার) বেলা 11 টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা এনজিও কর্মতৎপরতা কমিটির সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

28 এপ্রিল 2024 (রবিবার) বেলা 11 টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা এনজিও কর্মতৎপরতা কমিটির সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন   উপজেলা মাহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস , বীরগঞ্জ দিনাজপুর, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বেইস মিতালী, সিনজেন্টা ফাউন্ডেশন, জামতলী জনকল্যাণ সমিতি ( জেজেএস) ,ওর্য়াল্ড ভিশন, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন, জগদল সিডিএসপি,বিডি, ভাবকি সিডিএসপি 212, তাদের কার্যক্রম বিস্তারিত ভাবে উপস্থাপন করেন।

অন্যদের মধ্যে, ব্র্যাক, আশা, কারিতাস, আরডিআরএস, , দ্বীপশিখা, উত্তরবঙ্গ শিশূ উন্নয়ন প্রকল্প, গুডনেইবার, পল্লীশ্রী, টিএমএসএস, গ্রাম বিকাশ সংস্থা, ইয়ুথফার্স্ট কনর্সান্স এসসিডিএফ,ক্রিব, টি এল এমআই,ল্যাপ্রা বাংলাদেশ, সিডিএ ,এএসএস, এমকেবি, মুসলিম এইড বাংলাদেশ,ব্যুরো বাংলাদেশ,গ্রাম বিকাশ কেন্দ্র, আল-ফালাহ আম উন্নয়ন সংস্থা, হোম অব পিচ,মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র সহ প্রায় ছত্রিশ টি এনজিও সভায় অংশগ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার ফজলে  এলাহী  আগামী দিনে এনজিওদের নিয়ে আরো বেশী সময় দিয়ে সভা পরিচালনা করার ক্ষেত্রে অভিমত দেন । অত্যান্ত জনবান্ধব  ইউএনও হিসেবে তিনি ইতমধ্যেই প্রসংশিত হয়েছেন। এবার তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খূলেছেন যেখানে তিনি উপজেলার প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে স্বেচ্ছাসেবীকে যুক্ত করবেন যাতে করে  তাদের মাধ্যমে প্রতিটি এলাকার  সার্বিক তথ্য সংগ্রহ, সমস্যা সমাধান এবং দ্রুত সেবা পৌঁছানো সহজতর হয়। তিনি প্রেজেন্টেশন প্রদানকারী এনজিওদের কাজের প্রসংশা করেন। সকল এনজিওকে স্বচ্ছতার সাথে তাদের কাজ করার পরামর্শ প্রদান করেন।

এই বিভাগের আরোও খবর

Logo