দিনাজপুর সমবায় অধিদপ্তরের আয়োজনে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী প্রকাশিত: ৩ জুন , ২০২৪ ০৮:৩২ আপডেট: ৩ জুন , ২০২৪ ০২:৩৫ এএম
দিনাজপুর সমবায় অধিদপ্তরের আয়োজনে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত
২ জুন ২০২৪ (রবিবার) দিনাজপুর সমবায় অধিদপ্তরের আয়োজনে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বহুমূখী শিক্ষাকেন্দ্র (দিনাজপুর বালুবাড়ী) সংস্থার হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

২ জুন ২০২৪ (রবিবার) দিনাজপুর সমবায় অধিদপ্তরের আয়োজনে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বহুমূখী শিক্ষাকেন্দ্র (দিনাজপুর বালুবাড়ী) সংস্থার হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার  নিবন্ধিত সমবায় সমিতির বর্তমান অবস্থা,  আগামী দিনে স্মার্ট নাগরিক,স্মার্ট অর্থনীতি , স্মার্ট সমাজ ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সমবায় সমিতি গুলোর করণীয়, সমবায় সমিতির সমস্যা চিহ্নিত করণ ও  সমস্যা সমাধানের বিষয় নিয়ে সকল স্টেকহোল্ডারদের মধ্যে প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ সহকারী নিবন্ধকমোঃ মোস্তাফিজুর রহমান,  

কাহারোল উপজেলা সমবায় অফিসার সারোয়ার মুর্শেদ, ও  জেলার 13 টি উপজেলার  উপজেলা সমবায় অফিসারগন। এছাড়াও প্রতিটি উপজেলার প্রথম সারির সমবায় সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মোঃ মোতাহার হোসেন সরদার পরিদর্শকজেলা সমবায় কার্যালয়, দিনাজপুর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এটি এখন আর স্লোগান নয় এটি এখন বাস্তবে রুপদেবার সময় এসেছে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে সমবায় সমিতি গুলোকে স্বচ্ছতা জবাবদিহিতা সৃজনশীলতা দক্ষতা উন্নয়ন এর মাধ্যমে এগিয়ে যেতে হবে। সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত সমবায় কর্মকর্তাগণ সহ সমবায় সমিতির প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

এই বিভাগের আরোও খবর

Logo