বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে

রাসেল মিয়া প্রকাশিত: ২০ ডিসেম্বর , ২০২৩ ১১:০৩ আপডেট: ২০ ডিসেম্বর , ২০২৩ ১১:০৩ এএম
বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে
বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক বিএনপি জামায়াত ইসলাম তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট করতে চায়। নির্বাচনে জনগনের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, কোন রাজনৈতিক দল জনগনের সম্পৃতা হারালে তা ঠিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও তেমন হবে।

মন্ত্রী বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারনা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগা মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক বিএনপি জামায়াত ইসলাম তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট করতে চায়। নির্বাচনে জনগনের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে।

এর আগে মন্ত্রী তিনলাখ পীর এলাকায় একটি পথ সভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo