বিএনপি জামায়াতের ৪৩ জন নেতাকর্মী গ্রেপ্তার

রাজিবুল হোসেন প্রকাশিত: ৩০ অক্টোবর , ২০২৩ ০৭:৩৯ আপডেট: ৩০ অক্টোবর , ২০২৩ ০৭:৩৯ এএম
বিএনপি জামায়াতের ৪৩ জন নেতাকর্মী গ্রেপ্তার
সাতক্ষীরার বিভিন্নস্থানে পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন জামায়াত কর্মী ও বিএনপি’র ৩৫জন নেতাকর্মী রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে।

সাতক্ষীরার বিভিন্নস্থানে পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন জামায়াত কর্মী ও বিএনপি’র ৩৫জন নেতাকর্মী রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, সাতক্ষীরা থানার মামলা নং-১৭, তারিখ-১০/১০/২৩, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬ মামলায় ৫জন জামায়াত কর্মী ও ৩ জন বিএনপি সমর্থককে আটক করা হয়েছে। কলারোয়া থানার মামলা নং-২৮, তারিখ-২৮/০৫/২০২৩খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬ মামলায় ২জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পাটকেলঘাটা থানার মামলা নং-১৯, তারিখ-২৭/১০/২০২৩খ্রিঃ ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬ মামলায় ২ জন বিএনপি সমর্থককে আটক করা হয়েছে। তালা থানার মামলা নং-১৬, তারিখ-১৮/০৪/২০২৩খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬ মামলায় ৪জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আশাশুনি থানার মামলা নং-১২, তারিখ-১৯/১০/২০২৩খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬ মামলায় ৪ জন বিএনপি সমর্থককে আটক করা হয়েছে।

দেবহাটা থানার মামলা নং-১৫, তারিখ-২৭/০৫/২০২৩খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬ মামলায় ১জন জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।

কালিগঞ্জ থানার মামলা নং-২৯, তারিখ-২৭/১০/২৩, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ মামলায় ২জন জামায়াত কর্মী ও ৩ জন বিএনপি সমর্থককে আটক করা হয়েছে।

শ্যামনগর থানা এলাকা হতে শ্যামনগর থানার মামলা নং-৩৭, তারিখ-২৯/১০/২০২৩খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ মামলায় ১৭ জন বিএনপি সমর্থককে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিএনপি জামায়াতের উক্ত ৪৩জন নেতাকর্মী সমর্থককে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo