বানারীপাড়ায় মাদক(গাজা) রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে স্কুল ছাত্রের ৩ মাসের সাজা ও পাচশত টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ এপ্রিল , ২০২৫ ১৩:২৯ আপডেট: ১৫ এপ্রিল , ২০২৫ ১৩:২৯ পিএম
বানারীপাড়ায় মাদক(গাজা) রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে স্কুল ছাত্রের ৩ মাসের সাজা ও পাচশত টাকা জরিমানা
বানারীপাড়ায় মাদক(গাজা) বহন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী রায়হান।
বরিশালের বানারীপাড়ায় মাদক(গাজা) বহন করায় কাওসার(১৯) নামের এক স্কুল ছাত্রকে ৩ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত

বরিশালের বানারীপাড়ায় মাদক(গাজা) বহন করায় কাওসার(১৯) নামের এক স্কুল ছাত্রকে ৩ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।বানারীপাড়া বন্দর বাজারের কাপড় পট্রির সাথী ক্লথ ষ্টোরের সামনে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বায়েজিদুর রহমান ভ্রাম্যমান আদালতে ১০ গ্রাম গাজা রাখার অপরাধে রায়হানকে এ সাজা দেয়া হয়। এ সময় ভ্রাম্যমান আদালত রায়হানের কাছ থেকে পাচ শত টাকা জরিমানা ও আদায় করে। রায়্‌হান বানারীপাড়ার পার্শবর্তী স্বরুপকাঠী (নেছারাবাদ) থানার আটঘড় এলাকার মো: শফিকের ছেলে। জানা গেছে,১৩ এপ্রিল সোমবার  বিকাল ৫ টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের মোবাইল টিম বন্দর বাজারের কাপড় পট্রির সাথী ক্লথ স্টোরের সামনে রায়্‌হানের দেহ তল্লাশী করে ১০ গ্রাম গাজা পায়। তাৎক্ষনাত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বায়েজিদুর রহমানকে অবগত করলে তিনি সাথে সাথে তল্লাশির স্পটে উপস্থিত হয়ে গাজা রাখার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমান আদালতে রায়হানকে ৫ শত টাকা জরিমানা ও ৩ মাসের সাজা দেয়া হয়। 

এই বিভাগের আরোও খবর

Logo