বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিকাল ০৩ টার সময় খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় এর হল রুমে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । আলোচনা অনুষ্ঠানটি সদ্য সাবেক গৌরম্ভা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সবুজ এর সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক বাগেরহাট জেলা ছাত্রদলের সদস্য মোঃ তৌকির আহমেদ শেখ।আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহবাজ গাজী যুগ্ম সাধারণ সম্পাদক গৌরম্ভা ইউনিয়ন ছাত্রদল, মোঃ জাওয়াদ ফকির, মোঃ মোনায়েম শেখ, মোঃ তৌহিদুল শেখ তহিদ, শুভ রায়, মোঃ আব্বাস শেখ, মোঃ রিফাত শেখ, মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল কাদের সহ আরো শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে,গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। বর্তমান অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রেক্ষিতে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করবে।ছাত্রদল এর ইতিহাস খুবই সম্মানজনক। ছাত্রদল অন্য ছাত্র সংগঠনের মত আন্ডার গ্রাউন্ডে কাজ করে না।যে কোন পরিস্থিতিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য গৌরম্ভা ইউনিয়ন ছাত্রদল সর্বদাই প্রস্তুত। আলোচনা অনুষ্ঠান শেষ করে গৌরম্ভা খানজাহান আলী স্কুল গেট সংলগ্ন থেকে শুরু করে গৌরম্ভা বাজার পর্যন্ত একটি রেলি সম্পন্ন করে।