গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

মোঃ রেজাউল ইসলাম প্রকাশিত: ১৭ জুলাই , ২০২৫ ১৫:৩৬ আপডেট: ১৭ জুলাই , ২০২৫ ১৫:৩৬ পিএম
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করা হয়েছে।গত কাল বুধবার বিকাল সাড়ে ৫টায় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা শাখার নেতৃত্বে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।সমাবেশে বক্তারা গোপালগঞ্জের ঘটনায় এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তোলেন।
বক্তাদের তীব্র প্রতিবাদ  নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ বলেন, "সরকার দলীয় সন্ত্রাসীরা শান্তিপূর্ণ রাজনীতিকে দমন করতে চায়। কিন্তু আমরা তাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করব।"এনসিপি কুড়িগ্রামের আহ্বায়ক মুকুল মিয়া বলেন, "গোপালগঞ্জের ঘটনা গণতন্ত্রের জন্য কলঙ্ক। আমরা এর বিচার চাই।"
অন্যান্যদের মধ্যে যুবশক্তির আহ্বায়ক জাহিদ হোসেন ও মুখ্য সংগঠক ইব্রাহিমও বক্তব্য রাখেন।

এই বিভাগের আরোও খবর

Logo