বাকৃবির পরিবহন শাখার নতুন পরিচালক ড. রফিকুল আলম

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ৩০ মে , ২০২৪ ১৪:৫৬ আপডেট: ৩০ মে , ২০২৪ ১৪:৫৬ পিএম
বাকৃবির পরিবহন শাখার নতুন পরিচালক ড. রফিকুল আলম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখার নতুন পরিচালক সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল আলম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখার নতুন পরিচালক সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল আলম।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, অধ্যাপক ড. মোঃ রফিকুল আলমকে আগামী দুই বছরের জন্য তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে হিসেবে বাকৃবির ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমানের স্থলাভিষিক্ত করা হয়েছে।


আগামী ৯ জুন তারিখ থেকে ওই আদেশ কার্যকর করা হবে।


উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ রফিকুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সমপন্ন করেছেন। তিনি দক্ষিণ কোরিয়ার চোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ও পোস্ট ডক সমপন্ন করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo