মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতায় এক জন নিহত। নিহত ব্যাক্তি হল ডহর সিংড়া গ্রামের বিএনপি নেতা সাবেক মেম্বার মোঃ আকবর মোল্লার পুত্র শরিফুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুর ১-২ টার সময় সামাজিকতার বিরোধের জেরে শরিফুলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় তারা তার একটি পা শরির থেকে বিছিন্ন করে, আরেক পায়ে ও হাতে কোপ দেয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চাপাতি দিয়ে কুপিয়েছে শরিফুল ইসলাম কে বেরইল পলিতা বাজার বটতলা সঞ্জীবনের সেলুনের দোকানের সামনে থেকে ৮-১০ জন লোকজন দলবদ্ধ হয়ে।মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যা সংগঠিত হয়েছে। লাশ তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।