বদলগাছীতে স্ত্রীর করা মামলায় ইউপি সদস্য কারাগারে

সুবাস চন্দ্র প্রকাশিত: ২৭ এপ্রিল , ২০২৫ ১২:২১ আপডেট: ২৭ এপ্রিল , ২০২৫ ১২:২১ পিএম
বদলগাছীতে স্ত্রীর করা মামলায় ইউপি সদস্য কারাগারে
নওগাঁর বদলগাছীতে ৩য় স্ত্রীর করা যৌতুকের মামলায় পাহাড়পুর ইউনিয়নের ইউপি সদস্য ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল করিম ওরুফে চয়েন উদ্দিন করিম ওরুফে চিংকু নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ

নওগাঁর বদলগাছীতে ৩য় স্ত্রীর করা যৌতুকের মামলায় পাহাড়পুর ইউনিয়নের ইউপি সদস্য ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল করিম ওরুফে চয়েন উদ্দিন করিম ওরুফে চিংকু নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল ২৫শে এপ্রিল শুক্রবার বিকেলে বদলগাছী থানা পুলিশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেফতারকৃত আব্দুল করিম ওরুফে চয়েন উদ্দিন করিম গোয়ালভিটা গ্রামের গজিম উদ্দিনের ছেলে।তিনি পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়াডের  ইউপি সদস্য ও বদলগাছী উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য এবং মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেটের অনুসারী। 

 

পুলিশ জানায়, ইউপি সদস্য করিমের ৩য় স্ত্রী বাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন। আদালত ২০২৪ সাল করিমের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী আজ শনিবার দুপুরে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার বিকেলে থানায় জমি- জমা সংক্রান্ত বিষয় নিয়ে ডেলিভারি সার্ভিস ঘরে মিটিং করছিলো। এ সময় তাকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo