বদরগঞ্জে সন্ত্রাসী এবং নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন

শহিদুল ইসলাম প্রকাশিত: ৮ জানুয়ারী , ২০২৫ ১০:০৭ আপডেট: ৮ জানুয়ারী , ২০২৫ ১০:০৭ এএম
বদরগঞ্জে সন্ত্রাসী এবং নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন

রংপুরের বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্র মুন্না ইসলামের উপর সন্ত্রাসী নৃশংস হামলা এবং খুনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও করেন।

বদরগঞ্জের সকল  স্তরের শিক্ষার্থী বিন্দুর আয়োজনে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ৭ জানুয়ারি বেলা ১০ টায় বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে অংশগ্রহণ করেন বদরগঞ্জ পৌর ছাত্রদলের অনেক নেতাকর্মী। 

উল্লেখ্য,গত ৪ জানুয়ারি আনুমানিক রাত ১০ টায় পৌর শহরের আম্বিয়ার মোড় এলাকায় মুন্না ইসলামের উপর সন্ত্রাসী নৃশংস ভাবে হামলা করে হত্যার চেষ্টা চালায়। পরে সেখান থেকে গুরুত্ব আহত অবস্থায় স্থানীয়রা  মুন্না ইসলামকে সেখান থেকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন,পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে উপজেলা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করেন,এরপর জেলা মেডিকেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পিজি  হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ ফিরোজ শাহ, রংপুর জেলা ছাত্রদল নেতা,   বদরগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ মোনায়েম কবির, বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি, আমাদের সময় পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমান বিপ্লব ও বদরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেজবাহুল কবির সবুজ সহ আরো অনেকে। 
এ সময়  রংপুর জেলা ছাত্রদল নেতা ফিরোজ শাহ বলেন, সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে   দুর্বার আন্দোলন গড়ে তুলব। 

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুরুল আমীন বলেন,ঘটনার পর ৯জন বখাটে যুবককে আসামী করে বদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ
আসামী গ্রেফতারের জন্য জোরতৎপরতা চালিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরোও খবর

Logo