বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন লাইফ প্রকাশিত: ২৬ আগস্ট , ২০২৪ ১৬:৪০ আপডেট: ২৬ আগস্ট , ২০২৪ ১৬:৪০ পিএম
বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকে এম আব্দুল বারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন , বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব রফিক সরদার, বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর- আলীমুল আজাজী, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গসহ অন্যান্য সাংবাদিক ও সূধী বৃন্দ।

নাটোরের বড়াইগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ আগষ্ট) সকালে বড়াইগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক লুৎফর রহমান, ৫নং মাঝগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, নাটোর জেলা জামায়েত এর সহ-সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকে এম আব্দুল বারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন , বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব রফিক সরদার, বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর- আলীমুল আজাজী, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গসহ অন্যান্য সাংবাদিক ও সূধী বৃন্দ।

অনুষ্ঠান শেষে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo