বগুড়ায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে নিঃস্ব অর্থ জালিয়াতি মামলায় দন্ডপ্রাপ্ত স্কুল শিক্ষিকা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ এপ্রিল , ২০২৫ ১২:৫২ আপডেট: ৩০ এপ্রিল , ২০২৫ ১২:৫২ পিএম
বগুড়ায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে নিঃস্ব অর্থ  জালিয়াতি মামলায় দন্ডপ্রাপ্ত স্কুল শিক্ষিকা গ্রেফতার
বগুড়ার ধুনটে অর্থ জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত মোছাঃ নীলা খাতুন (৪০) নামে এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ

বগুড়ার ধুনটে অর্থ  জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত  মোছাঃ নীলা খাতুন (৪০) নামে এক স্কুল  শিক্ষিকাকে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ। সোমবার গ্রেফতারকৃত ঐ স্কুল শিক্ষিকাকে বগুড়ার আদালতে সপর্দ  করা হয়। এর আগে ধুনট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবগত রাতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার কালিকাপুর গ্রামে স্বামীর বাসা থেকে গ্রেফতার করে।  নীলা খাতুন ধুনট উপজেলার সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। স্থানীয় সুত্রে জানা যায় স্কুল শিক্ষিকা নীলা খাতুন অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন যা এলাকার জনগনের কম বেশি জানা। সে কারনে সে নিঃস্ব হয়ে অনেকের থেকে টাকা ধার করেন একসময় তার দেনার পরিমাণ পাহড়সম হয়। তাদরেই একজন পাওনাদারের করা অর্থ জালিয়াতি একটি মামলায় শিক্ষিকা নীলা খাতুনের পাঁচ মাসের  বিনাশ্রম কারাদন্ড ও ৯ লাখ টাকা জরিমানার করে গ্রেফতারি পরোয়না জারি করেন আদালত। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম জানান   অর্থ জালিয়াতি একটি মামলায় শিক্ষিকা নীলা খাতুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেন আদালত। তারপর থেকে তিনি পলাতক ছিলেন রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার স্বfমীর বাড়ী গ্রেফতার করা হয় এবং সোমবার আদালতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo