ফুলবাড়ীয়ায় নলকূপের দ্বন্দে মসজিদ ভাংচুর

মোঃ সেলিম মিয়া প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৪ ১৬:২৯ আপডেট: ১৬ মার্চ , ২০২৪ ১৬:২৯ পিএম
ফুলবাড়ীয়ায় নলকূপের দ্বন্দে মসজিদ ভাংচুর
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সরাতিয়া এলাকায় সরাতিয়া বড়পুকুর পাড় জামে মসজিদ ভাংচুরের ঘটনায় মুসল্লীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সরাতিয়া এলাকায় সরাতিয়া বড়পুকুর পাড় জামে মসজিদ ভাংচুরের ঘটনায় মুসল্লীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মসজিদের সভাপতি বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয়রা জানান, মোবারক ফকির ও তাহের গংদের সাথে গভীর নলকূপের ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্ধ দীর্ঘদিনের। যে দ্বন্ধ পরিশেষে গড়িয়েছে মসজিদে। একপক্ষ আরেক পক্ষের সাথে কোন ধরণের বনিবনা না থাকায় সম্প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আলাদাভাবে তৈরী করেছেন ওয়াক্তিয়া মসজিদ।

গত শুক্রবার উভয় পক্ষ সম্মিলিতভাবে আদায় করেন জুমআর নামাজ। পরে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে উভয় গ্রুপের আলোচনার কথা হলেও শুরু হয় বাক-বিতন্ডা। এমতবস্থায় তাহের, খলিল,শাখাওয়াত, আব্বাসসহ প্রায় ৩০-৪০ মিলে বড় হাতুড়ি, শাবল দিয়ে মসজিদ ভাংচুর ও আইপিএস, মাইক, ফ্যানসহ মসজিদে ব্যবহৃত লক্ষাধিক টাকার বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। যদিও এ ঘটনায় অভিযুক্তদের ভাষ্য তারা মসজিদ নতুন করে নির্মাণের জন্য ভাংচুর করেছেন। এ ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে নিন্দার ঝড় বইছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র তারাবীহর নামাজ শেষে অভিযুক্তদের শাস্তির দাবিতে মিছিল করেছে মসজিদের বিক্ষুব্ধ মুসল্লীরা।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান এই প্রতিবেদককে জানান , সামাজিকভাবে দু পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছে। আমিও চেয়ারম্যানসহ বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কোন ফলপ্রসূ হয়নি। সামাজিকতার কোলাহলের জেরে গতকাল শুক্রবার মসজিদ ভাংচুর করেছে। যা খুবই দুঃখজনক ও নিন্দনীয় ।এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, বিষয়টি নিন্দনীয় এ ঘটনায় জড়িত চারজন অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযান চলছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo