ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৮ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়াতনে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল , মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক এডভোকেট আলমগীর ভুঁইয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আলোচনা সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় বক্তারা জানান, বিগত ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত করে রেখেছে।