ফরিদপুরে শুরু হয়েছে ২ দিন ব্যাপী বসন্ত বরণে পিঠাপুলির উৎসব। ফরিদপুরে ঋতুর রাজা বসন্ত বরণে দুই দিনব্যাপী পিঠাপুলির উৎসবের উদ্বোধন করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ।ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব চত্বরে ফরিদপুর বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০ টি স্টল নিয়ে শুরু হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির মেলা।
ফরিদপুরে শুরু হয়েছে ২ দিন ব্যাপী বসন্ত বরণে পিঠাপুলির উৎসব। ফরিদপুরে ঋতুর রাজা বসন্ত বরণে দুই দিনব্যাপী পিঠাপুলির উৎসবের উদ্বোধন করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ।ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব চত্বরে ফরিদপুর বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০ টি স্টল নিয়ে শুরু হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির মেলা।
জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মেলাস্থলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে. আজাদ বলেন, একসময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হতো। ছোটবেলায় মামা বাড়ি নানা বাড়ি গিয়ে। বাঙালি সেই ঐতিহ্যকে জেলা প্রশাসন আজ এমনভাবে আয়োজন করেছেন এতে করে শৈশবের স্মৃতি আজ মানুষ পটে জেগে উঠেছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জানান, আমরা ফরিদপুরে একটি জনবান্ধব সংসদ সদস্য পেয়েছি। তাকে নিয়েই ফরিদপুর কে একটি সুখী সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলবো। আমাদের দেশের সকল ঐতিহ্যকেই আমরা নিজেরা ধারণ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে শেখাবো।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিফা কামাল উদ্দিন, সদস্য আবুল বাতিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ব্লাস্ট এর সমন্বয়কারী গোস্বামী শিপ্রা গোস্বামীসহ বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অতিথিরা উপস্থিত ছিলেন।