ফরিদপুরে অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক

নাজিম বকাউল প্রকাশিত: ১৬ জুলাই , ২০২৪ ১২:৫৭ আপডেট: ১৬ জুলাই , ২০২৪ ১২:৫৭ পিএম
ফরিদপুরে অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
এই ঘটনায় হামলার স্বীকার হয়েছেন, দৈনিক মানবকন্ঠের সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির আঞ্চলিক প্রতিনিধি শফিকুল ইসলাম জনি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি আরিফুজ্জামান হিমন।

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে উঠা অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় হামলার স্বীকার হয়েছেন, দৈনিক মানবকন্ঠের সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির আঞ্চলিক প্রতিনিধি শফিকুল ইসলাম জনি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি আরিফুজ্জামান হিমন।

হামলার শিকার সাংবাদিক মিজানুর রহমান জানান, সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার ও সচিব তামান্না আক্তারের বিরুদ্ধে ঐ ইউনিয়ন পরিষদ সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় তিন সংবাদ কর্মীর উপর অতর্কিত হামলা চালায় চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসীরা।

চেয়ারম্যানের ও সচিবের কাছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে চাইলে চেয়ারম্যান কাউকে ফোন করেন। এরপরই সেখানে বেশ কয়েকজন যুবক বয়ষের লোক এসে হাজির হয়। তারা প্রথমে আমাদের জেরা করে, এক পর্যায়ে হামলা চালিয়ে মারপিট করে।উল্লেখ্য,  গত ২৩ জুন ইউনিয়ন পরিষদ সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয় ইউনিয়ন পরিষদের ৮ জন ইউপি সদস্য।

সাংবাদিক মিজান জানান, হামলার বিষয়টি উপজেলা ও জেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতাদের জানানো হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান হামলার সাথে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে। বলেন, কে কাকে মারছে ? জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি। সদস্যদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই বিষয়টি সমাধান করা হয়েছে।


এই বিভাগের আরোও খবর

Logo