ফরিদপুরের সদরপুরে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ সম্পন্ন

বিপ্লব কুমার দাস প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৪ ১০:৫৬ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৪ ১০:৫৬ এএম
ফরিদপুরের সদরপুরে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ সম্পন্ন
বিপুল উৎসাহ উদ্দীপনা হৈ-হুল্লোড়, আনন্দ মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার সাংবাদিক মহলের আনন্দ ভ্রমণ ও মিলন মেলা সম্পন্ন হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমনের উদ্দেশ্যে দুপুর ২টায় সদরপুর হাসপাতাল মোড় থেকে যাত্রা শুরু হয়। বরিশালের একটি রেষ্টুরেন্টে সন্ধ্যার নাস্তা শেষে করে পুনরায় আবারো যাত্রা শুরু হয়। রাত ৯ টায় সমুদ্র কন্যা কুয়াকাটা পৌঁছে রাতের খাবার খেয়ে একটি অভিজাত আবাসিক হোটেলে রাত্রী যাপন করা হয়।

বিপুল উৎসাহ উদ্দীপনা হৈ-হুল্লোড়, আনন্দ মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার সাংবাদিক মহলের  আনন্দ ভ্রমণ ও মিলন মেলা সম্পন্ন হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমনের উদ্দেশ্যে দুপুর ২টায় সদরপুর হাসপাতাল মোড় থেকে যাত্রা শুরু হয়। বরিশালের একটি রেষ্টুরেন্টে সন্ধ্যার নাস্তা শেষে করে পুনরায় আবারো যাত্রা শুরু হয়। রাত ৯ টায় সমুদ্র কন্যা কুয়াকাটা পৌঁছে রাতের খাবার খেয়ে একটি অভিজাত আবাসিক হোটেলে রাত্রী যাপন করা হয়।

পরের দিন ভোরে মোটরসাইকেল যোগে কুয়াকাটা ঝাউবনের পাশে সূর্যদয় দেখতে সকলে ছুটে যায় এবং ফটোসেশান করে। এরপর সকালের নাস্তা শেষে সকলে ছুটে যায় শুটকি পল্লী, লাল কাকড়ার চর, লেবুর চর, ফাতরার চর, গঙ্গামতির চর, তিন নদীর মোহনা ও সুন্দর বনের একটি অংশ দেখতে। সেখান থেকে ফিরে সকলে ঝাপিয়ে পরে সমুদ্রে গোসল করতে। দীর্ঘসময় গোসল ও ফটোসেশান শেষে সকলে দুপুরের খাবার খেয়ে হোটেলে বিশ্রাম করে বিকেলে বেড়িয়ে পরে রাখাইন পল্লী, বোদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, দুই শত বছরের পুরাতন নৌকা ও বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। এসব স্থান ভ্রমন শেষে সকলে ছুটে আসে সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখতে। সেখান থেকে ফিরে সবাই সন্ধ্যার নাস্তা শেষে বিভিন্ন কাঁচা মাছের বাজার, শুটকির দোকান, আচারের দোকান, কসমেটিকসের দোকান, বস্ত্র সামগ্রীর দোকানসহ বিভিন্ন দোকান থেকে নানা রকম জিনিস ক্রয় করে। অনেকেই বাড়ীর জন্য বেশি পরিমানে শুটকি ও আচার ক্রয় করেন। কেনাকাটা শেষে সকলে সমুদ্র সৈকতের পাশে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানে ভীড় জমায় এবং বিভিন্ন রকমের খাবার খায়। বেশি পরিমাণে খায় সামুদ্রিক মাছের ফ্রাই ও বারবিকিউ।

সব শেষে রাতে নিজেদের কর্মস্থল ও পরিবারের উদ্দেশ্য কুয়াকাটা থেকে রওনা  করা হয়। পথে রাতের খাবার খেয়ে ভোর রাতে সকলে সদরপুর ফিরে আসে এবং নিজ নিজ বাড়িতে পৌঁছায়। এভাবে সমাপ্ত হয় সদরপুর সাংবাদিক মহলের আনন্দ ভ্রমণ।
আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির হাসান (যায়যায়দিন), সাধারণ সম্পাদক এস.এম আলমগীর হোসেন (ঢাকা প্রতিদিন), সদরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সাঈদুর রহমান লাভলু (ডেইলি সান), যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা (আমাদের সময়), সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি, আবুল বাসার (ভোরের ডাক), সাধারণ সম্পাদক, বি.এইচ টিটু (জাগ্রত দেশ), সদরপুর উপজেলা ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর তুহিন (এশিয়ান টেলিভিশন ও গণকন্ঠ)। এছাড়াও উপস্থিত ছিলেনঃ- রাকিবুল ইসলাম (আনন্দ টিভি ও ভোরের পাতা), তোফাজ্জেল হোসেন টিটু (চ্যানেল এস ও আমার সংবাদ), মামুনুর রশিদ (ঢাকা টাইমস), মাসুদুর রহমান (প্রতিদিনের সংবাদ), জাহিদ হাসান সজল (চৌকস), রানা অর্নব (সকালের সময়), মুফতি জাকির হোসেন (সদরপুর সংবাদ), ইদ্রিস জমাদার (প্রতিদিনের খবর), তারেকুজ্জামান (নিউজনাউ টুয়েন্টি ফোর), ফরিদ হোসেন (নাগরিক দাবি), আপু হাওলাদার (সদরপুর খবর) ও রোকনুজ্জামান (আমার বার্তা)।

এই বিভাগের আরোও খবর

Logo