ফরিদগঞ্জে বসতঘর পুড়ে ছাই

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ৬ মার্চ , ২০২৪ ১৪:৩২ আপডেট: ৬ মার্চ , ২০২৪ ১৪:৩২ পিএম
ফরিদগঞ্জে বসতঘর পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে অগ্নীকান্ডে একটি বসত ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৫মার্চ) গভীর রাতে দক্ষিণ হর্ণিদুর্গাপুর গ্রামের তোফায়েল আহমদ ঘরে এই ঘটনা ঘটে।

চাঁদপুরের ফরিদগঞ্জের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে অগ্নীকান্ডে একটি বসত ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৫মার্চ) গভীর রাতে দক্ষিণ হর্ণিদুর্গাপুর গ্রামের তোফায়েল আহমদ ঘরে এই ঘটনা ঘটে।

প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুণের ঘটনায় নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত  ঘটনা¯’লে এসে  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। 

তোফায়েল আহমদ রাঢ়ির স্ত্রী জাহানারা বেগম জানান,  রাতে আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘরের সিলিংয়ে আগুন দেখতে পাই। আগুন দেখে ডাক চিৎকার করে আমরা ঘর থেকে বেরিয়ে যাই। আশে পাশের ঘরের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আসতে আসতেই  আমার পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমার এই ঘর টুকু ছাড়া আর কোথাও কোন জাগার সম্পত্তি নেই। আজ  আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি। খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন পথ নেই। আমার স্বামী  আমি এনজিওর থেকে টাকা ঋণ করে ঘরের অনেক কাজ করেছে। 


এই বিভাগের আরোও খবর

Logo