চাঁদপুরের ফরিদগঞ্জে আবারো অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে।বৃহষ্পতিবার (৭মার্চ) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে রান্নাঘর থেকে আগুণ লেগে দুটি বসতঘরসহ আরো ৪টি ঘর পুড়ে গেছে।
এতে সর্বস্বান্ত হয়ে গেছে মিজানুর রহমান ও তার ভাই হারুনুর রশিদের পরিবার। অগ্নীকান্ডের অন্তত ৫ লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবী করেছেন।এদিকে আগুনের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
মিজানুর রহমানের মা বৃদ্ধা মুনজুমা খাতুন (৮৫) জানান, বৃহষ্পতিবার(৭ মার্চ) সকালে হঠাৎ করেই রান্নার ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আমার দুই ছেলের দুটি বসত ঘর ও দুটি রান্নার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা শুধু প্রাণে বেঁচেছি, আর কিছুই রক্ষা করতে পারি নি। আামাদের এখন পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।আমাদের এখন কি হবে?ঘটনাস্থল পরিদর্শন করা সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খান বলেন, আগুনে দুটি পরিবার পথে বসেছে। তাদের খোলা আকাশের নিচে অবস্থান করা ছাড়া আর কিছুই আগুনের থাবা থেকে রক্ষা পায়নি তাদের।