ফটিকছড়ি লেলাং শাহনগর মদীনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

আহমদ উল্লাহ প্রকাশিত: ২৭ জানুয়ারী , ২০২৫ ১৯:৩৯ আপডেট: ২৭ জানুয়ারী , ২০২৫ ১৯:৩৯ পিএম
ফটিকছড়ি লেলাং শাহনগর মদীনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর মদীনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ জানুয়ারী) শনিবার সকাল থেকে শুরু হওয়া বার্ষিক সভার শুরু হয় পবিত্র কুরআন তেলোয়ারের মাধ্যমে।

ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর মদীনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ জানুয়ারী) শনিবার সকাল থেকে শুরু হওয়া বার্ষিক সভার শুরু হয় পবিত্র কুরআন তেলোয়ারের মাধ্যমে। মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভার প্রথম অধিবেশনের মাওলানা মুফতি আবুল কালাম বাবরের সভাপতিত্বে কর্মসূচিতে ছিল মাদরাসার ছাত্রদের কেরাত প্রতিযোগিতা ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  দ্বিতীয় অধিবেশনে মাওলানা আজিজুল্লাহ বাবর ও মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে শুরু হয় বার্ষিক সভার ওলামা কেরামদের বয়ান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর আল জামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাফরুল আলম ও আব্দুল্লাহ আল মামুন। ওলামায়ে কেরামগনের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ (দাঃবাঃ) মাওলানা কুতুব উদ্দিন (দাঃবাঃ) মাওলানা মুফতি মাসুম (দাঃবাঃ) মাওলানা মুফতি খালিদ কাউছার শাহনগরী (দাঃবাঃ)  মাওলানা শোয়াইব (দাঃবাঃ) মাওলানা মাহমুদ মাদানী (দাঃবাঃ) মাওলানা হাফেজ তাজুল ইসলাম (দাঃবাঃ) প্রমুখ।  বার্ষিক সভায় ওলামায়ে কেরামগনের বয়ান শেষে অত্র মাদ্রাসার ৪ জন হিফজ সমাপ্ত ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। মাওলানা ফরিদুল আলম (দাঃবাঃ)'র আখেরি মোনাজাতের মাধ্যমে বার্ষিক সভার সকল কর্মসূচির সমাপ্তি হয়। 
 

এই বিভাগের আরোও খবর

Logo