পৃথক অভিযানে ০৫ জন আসামীসহ মোট-১০ জন আসামী গ্রেফতার

রাজিবুল হোসেন প্রকাশিত: ৪ নভেম্বর , ২০২৩ ০৯:২০ আপডেট: ৪ নভেম্বর , ২০২৩ ০৪:১৬ এএম
পৃথক অভিযানে ০৫ জন আসামীসহ মোট-১০ জন আসামী গ্রেফতার
দেবহাটা থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানে নাশকতা মামলার ০৪ জন, চুরি মামলায় ০১জন আসামী এবং সিআর পরোয়ানা মূলে ০৫ জন আসামীসহ সর্বমোট-১০ জন আসামী গ্রেফতার।

দেবহাটা থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানে নাশকতা মামলার ০৪ জন, চুরি মামলায় ০১জন আসামী এবং সিআর পরোয়ানা মূলে ০৫ জন আসামীসহ সর্বমোট-১০ জন আসামী গ্রেফতার।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবুল আক্তার স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং০২/১১/২০২৩ ইং তারিখ, এস আই/শেখ মোঃ গোলাম আজম, এসআই (নিঃ) রাজিব মন্ডল, এসআই (নিঃ) সেলিম রেজা, এসআই (নিঃ) শোভন দাশ. এএসআই (নিঃ) জাহিদুর রহমান, এএসআই (নিঃ) আঃ রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন বেজোরআইট গ্রামস্থ বেজোর আইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সাতক্ষীরা টু শ্যামনগর গামী মহাসড়কের উপর, বিজারাটি, নোওয়া পাড়া, দেবহাটা, হইতে দেবহাটা থানার মামলা নং-০২ তারিখ-০২/১১/২০২৩ খ্রিঃ। ধারা-15(3)/25D The Special Powers Act, 1974; তৎসহ 4/5/6 The Explosive Substances Act, 1908; এর আসামী
১. মোঃ জাবিরুল ইসলাম(৩২), পিতা-মোঃ নূরুল ইসলাম ,স্থায়ী: গ্রাম- কোমরপুর (শাখরা কোমরপুর) , উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা,  ২. মোঃ মিজানুর রহমান(৫২), পিতা-মোঃ ওহাব আলী ,স্থায়ী: গ্রাম- তিলকুড়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৩. মোঃ ইদ্রিস আলী(৪৪), পিতা-মোঃ মোক্তার আলী ,স্থায়ী: গ্রাম- দেবহাটা, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা, ৪. মোঃ আব্দুস সামাদ(৬০), পিতা-মৃত চাঁদ আলী গাজী ,স্থায়ী: গ্রাম- দক্ষিন পারুলিয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন ও চুরি মামলার আসামী ৫। মেহেদী হাসান (২৫), পিতা-আলফার উদ্দিন @ ভুট্টো, সাং- দক্ষিন পারুলিয়া,এবং সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ৬।আশরাফুল ইসলাম, পিতা-রফিকুল, সাং-টাউন শ্রীপুর, ৭।মোঃ রফিকুল ইসলাম @ ভোলা, পিতা-মৃত সামছুর রহমান সরদার, সাং-জগন্নাথপুর, ৮।মোঃ ইয়াছিন সরদার, পিতা-মৃত আঃ গফ্ফার সরদার, সাং-জগন্নাথপুর, ৯। মোঃ রওশন সরাদর, পিতা- মৃত দেওয়ান আলী সরাদর, সাং-জগন্নাথপুর, ১০। কামরুজ্জামান সরদার  (লেলিন), পিতা-মৃত সামছুর রহমান, সাং-জগন্নাথপুর, সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন।  আসামীদেরকে ইং-০৩/১১/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo