লোহাগাড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ পদে ৮ প্রার্থী

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ৪ জুন , ২০২৪ ১০:৪৫ আপডেট: ৪ জুন , ২০২৪ ১০:৪৫ এএম
লোহাগাড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ পদে ৮ প্রার্থী
চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৫ জুন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৫ জুন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ ৩ পদে সর্বমোট ৮ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীরা হলেন যথাক্রমে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে খোরশেদ আলম চৌধুরী, ঘোড়া প্রতীকে আলহাজ¦ সিরাজুল ইসলাম চৌধুরী, মোটর সাইকেল প্রতীকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে সরওয়ার মামুন, টিউবওয়েল প্রতীকে জমিল উদ্দীন, তালা প্রতীকে ফরহাদুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে জেসমিন আক্তার ও ফুটবল প্রতীকে শাহীন আক্তার সানা প্রমুখ।

উপজেলার ৯টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৬ শত ২৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ১ শত ৮ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪ হাজার ৫ শত ১৮ জন। কেন্দ্র সংখ্যা সর্বমোট ৭১ টি এবং বুথ সংখ্যা ৫শত ৮১ টি। ৭১ জন প্রিসাইডিং অফিসার ও ৭১ জন সহকারি প্রিসাইডিং অফিসার, ১ হাজার ১ শত ৬২ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা থাকবেন প্রতিকেন্দ্রে পুলিশ ৩ থেকে ৪ জন,আনসার বাহিনীর সদস্য পুরুষ ৪ জন, মহিলা ৪ জন। ম্যাজিস্ট্রেট প্রতি ইউনিয়নে ১ জন করে মোট ৯ জন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। এ’ছাড়া মোবাইল টীম থাকবে ৩০টি। ৪ জুন বিকেল থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমেনির্বাচনী সরঞ্জাম প্রতিটা কেন্দ্রে পৌঁছবে এবং ব্যালট পেপার পৌঁছবে ৫ জুন ভোরে।

এই বিভাগের আরোও খবর

Logo