বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৬ মনে) দিনব্যাপী ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষাশিবির জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেত্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চলের অন্যতম টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী,জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ, জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ ফরিদ উদ্দিন, জেলা মানবসম্পদ সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ডঃ আব্দুল্লাহ হীল মাহমুদ, শিক্ষক পরিষদ সভাপতি শরীফ মোহাম্মদ আব্দুল জলিল, জেলা তালিমুল কুরআন বিভাগীয় সভাপতি মাওলানা আমির হোসাইন খান এছাড়াও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসাইন, পৌরসভার আমির মোহাম্মদ ইছাহাক আলী খান, পৌর সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন শেখ, সদর উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম প্রমুখ।