মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি কুয়েত জিলিব আল সুয়েক ১নং শাখার ব্যবস্থাপনায় ফটিকছড়ি ধর্মপুর দায়মোল্লা তালুকদার বাড়ি শাখা প্রাঙ্গনে ৭ই মার্চ শুক্রবার বিভিন্ন অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন জনাব মোঃ লোকমান, শানে মাইজভান্ডারি পেশ করেন জনাব মোঃ রাহাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সহ- সভাপতি সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ। জনাব ইসমাইল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব দেন দায়মোল্লা তালুকদার বাডী দায়রা শাখার সাবেক সভাপতি জনাব আবুল কালাম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করেন ১৮ নং ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব মহিন উদ্দিন। সভাপতি হিসেবে উপস্থিত থেকে সারগর্ভ প্রদান করেন কুয়েত জিলিব আল সুয়েখ ১ নং শাখার সভাপতি মাওলানা মোঃ সোলেমান সাহেব। উক্ত মহতি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্মপুর দায়মোল্লা তালুকদার বাড়ি শাখার সভাপতি জনাব মোঃ ইছহাক, সহ- সভাপতি জনাব নুরুল আলম, জনাব আবদুশ শুক্কুর, জিলিব সুয়েক ১নং শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব হাসান মুরাদ, দপ্তর বিষয়ক সম্পাদক ওয়াহেদ মুরাদ এবং উপদেষ্টা জনাব দ্বীন মোহাম্মদ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দায়মোল্লা তালুকদার দায়রা শাখার উপদেষ্টা জনাব আবদুল হালিম, উক্ত শাখার সকল কর্মকর্তা সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। বক্তারা বলেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমগ্র দেশজুড়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। কেহ শীতবস্ত্র, কেহ ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ এবং ব্যাপক গণকল্যানমুখী দুস্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের কুয়েত জিলিব সুয়েখ ১ নং শাখার উদ্দ্যোগে আজকের এই মহতি কার্যক্রম। যা আজ সমগ্র দেশ চাপিয়ে বিভিন্ন দেশে অব্যাহত আছে। প্রধান অতিথিকে সম্মাননাস্বরুপ ক্রেস্ট প্রদান করেন কুয়েত জিলিব১ নং শাখার পক্ষ থেকে জনাব হাসান মুরাদ এবং ওয়াহেদ মুরাদ। সভাপতি জনাব সোলেমান সাহেবকে ক্রেস্ট প্রদান করেন দায়মোল্লা তালুকদার বাড়ি দায়রা শাখার মোঃ রিয়াজ এবং উপদেষ্টা মোঃ তৈয়ব। মিলাদ কিয়াম পরিবেশন করেন জনাব মাওলানা হাফেজ মোঃ এনাম। পরিশেষে সভাপতি জনাব মাওলানা মোঃ সোলেমান সাহেবের মোনাজাতের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানটি সমাপ্ত হয়।