রমজানে গরু সরবরাহের জন্য,বন্ধু রাষ্ট্র ভারতের প্রতি জোরালে দাবি

নাজিম বকাউল প্রকাশিত: ২৩ মার্চ , ২০২৪ ০৯:৩২ আপডেট: ২৩ মার্চ , ২০২৪ ০৯:৩২ এএম
রমজানে গরু সরবরাহের জন্য,বন্ধু রাষ্ট্র ভারতের প্রতি জোরালে দাবি
রোজার মাসে রোজদারদের জন‍্য আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের প্রতি জোরালে দাবি জানিয়েছে গরু সরবরাহ করার জন‍্য। বন্ধু রাষ্ট্র আমাদের সব ধরনের সহযোগিতা করলে ও আমাদের দেশে রোজার মাসে কোন গরু সরবরাহ করে না।

রোজার মাসে রোজদারদের জন‍্য আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের প্রতি জোরালে দাবি জানিয়েছে গরু সরবরাহ করার জন‍্য। বন্ধু রাষ্ট্র আমাদের সব ধরনের সহযোগিতা করলে ও  আমাদের দেশে রোজার মাসে কোন গরু সরবরাহ করে না।

শুধু তাই নয় দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশে কোন গরু দিচ্ছে না বলে জানান একাধিক বিভিন্ন পেশার ব‍্যবসায়িরা। তারা আরো বলেন,“ক্ষতিকর ফেন্সিডিল ঠিকই আসতে পারে কোন বাধা নেই।সব বাধা গরুর উপরে।গরু বাদে কোন জিনিস আসে না সবই আসে।”নাম প্রকাশ না করার শর্তে একাধিক রোজদাররা জানান,আমাদের ভালো বন্ধুই যদি হবে সেক্ষেত্রে আমাদের এই সময় কেন গরু দিবে না? তারা আরো দাবি করে বলেন,১৯৭১ সাল থেকে আমাদের বাংলাদেশ কে ভারত বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে ঠিক সেভাবেই আমাদের রমজান মাসে গরু সরবরাহ করে সহযোগিতার  করার দাবি জানাই।

এই বিভাগের আরোও খবর

Logo