পটুয়াখালীর গলাচিপায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ ফেব্রুয়ারী শনিবার গোলখালী ইউনিয়নে দুপুর দুই টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্ট এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ নাসিম রেজা।
এসময় নিষিদ্ধ গাঁজা বহনের অভিযোগ দুই জন মাদক ব্যাবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ৯(১) গ লঙ্ঘনে ৩৬(৫) ধারায় বরগুনা জেলার গোচখালী, ইউনিয়ন গুলিশাখালি গ্রামের মৃত মো: আতহারী গাজী'র ছেলে মোঃ মনির হোসেন এবং ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া গ্রামের আইয়ুব আলী'র ছেলে ইমাম হোসেন কে ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ৩০০০ ( তিন হাজার টাকা- টাকা অর্থদন্ড অনাদায় আরও ৭ দিনসহ মোট ০৩ মাস ০৭ দিন কারাদণ্ড প্রদান করে থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ওসি মোঃ আসাদুর রহমান বলেন, মোবাইল কোর্ট পরিচালিত সাজা প্রাপ্ত দুই মাদক ব্যাবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।