চাটখিলে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও অবহিতকরণ সভা আজ রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে ভূমি মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডি'র সভাপতি ও চাটখিল প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপি'র সদস্য সচিব শাহাজাহান রানা, পৌর বিএনপি'র আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব এহসানুল এক মাসুদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, পৌর জামায়াত নেতা মাওলানা আক্তার হোসেন, চাটখিল প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক জসিম মাহমুদ, আলমগীর হোসেন হিরু সহ সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সভার সভাপতি ও প্রধান অতিথি ভূমি'র সেবা পেতে বিভিন্ন বিষয় সম্পর্কে সবাইকে অবহিত করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রবাসীদের ভূমি সেবা পেতে ১৬১২২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।