নেত্রকোনার পূর্বধলায় শুরু হয়েছে বোরো মৌসুমের চারা রোপণ। তীব্র শীত উপেক্ষা করে বাড়ছে কৃষকদের কর্মব্যস্ততা। জমি তৈরি, হাল চাষ, বোরো ধানের চারা বীজতলা থেকে উঠানো শেষে এবার চারা জমিতে রোপণের মতো কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো আবাদে তেমন সমস্যা হবে না বলে মনে করেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুয়াশা ঢাকা শীতের সকাল হিমেল হাওয়া উপেক্ষা করে কৃষকরা বোরো মৌসুমে ধানের চারা রোপণের ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো আবাদের ধুম চলছে। উপজেলার বেশিরভাগ ফসলি জমিতে কেউ কেউ ট্রাক্টর দিয়ে হাল চাষ করছেন। কেউ কেউ স্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন, আবার কেউ বা ধানের চারা বীজতলা থেকে উঠাচ্ছেন। বেশকিছু জমিতে আবার অনেকে চারা রোপণ করেছেন।
কৃষক রফিকুল ইসলাম জানান, তিনি এক একর জমিতে চারা রোপণ করেছেন। তার চারা রোপণের জন্য প্রায় ৫ হাজার টাকা খরচ করেছেন।
আরেক কৃষক তাঁরা মিয়া বলেন, জমিতে চারা রোপন করতে শ্রমিক সংকটে পড়তে হচ্ছে তাকে।
কৃষকেরা একসাথে জমি তৈরি ও চারা রোপন করায় এরকমটা হচ্ছে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবীর জানান, এ মৌসুমে ২১ হাজার ৭৯০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা এবং ৯৭ হাজার ৫ শ' মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার ৯ হাজার ২ শ' জন কৃষককে সরকারি ভাবে প্রণোদনা দেয়া হয়েছে। যার মধ্যে ৪ হাজার ২শ' জনকে হাইব্রিড এবং ৫ হাজার জন কৃষককে উপশী জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।