নিয়ামতপুরে সহকারী পরিদর্শকের শিক্ষক প্রশিক্ষণ পরিদর্শন

সবুজ সরকার প্রকাশিত: ৩০ ডিসেম্বর , ২০২৩ ০৭:৪২ আপডেট: ৩০ ডিসেম্বর , ২০২৩ ০৭:৪২ এএম
নিয়ামতপুরে সহকারী পরিদর্শকের শিক্ষক প্রশিক্ষণ পরিদর্শন
শনিবার (৩০ ডিসেম্বর ) সকালে ষষ্ঠ দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন নওগাঁ শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক মোসাঃ আসমা সাদিয়া

নওগাঁর নিয়ামতপুরে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে সাত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ২৪ ডিসেম্বর থেকে  শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের আয়োজনে, "ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)"  এর  বাস্তবায়নে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে  এ প্রশিক্ষণ চলছে। 

শনিবার (৩০ ডিসেম্বর )  সকালে ষষ্ঠ  দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন নওগাঁ শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক মোসাঃ আসমা সাদিয়া । 

এসময়  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল  উচ্চ বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার  জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় স্কুল মাদ্রাসা ও কারিগরির অষ্টম ও নবম বিষয় ভিত্তিক ৬৮৭ জন ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে এ শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
শিক্ষকদের সাত দিনের এ প্রশিক্ষণ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এই বিভাগের আরোও খবর

Logo