নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান কর্তৃক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়ানোর ঘটনায় জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, জেলা গোয়েন্দা বিভাগের সাবেক ওসি মো. কামরুজ্জামান ও কোর্ট ইন্সপেক্টর খন্দকার জাকির হোসেনের বিরুদ্ধে মালখানায় থাকা ৯৬ কেজি গাঁজা গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে। এ বিষয়ে মালখানার দায়িত্বে থাকা এসআই সামিনুর রহমান উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি পুলিশের নজরে আসলে, ডিআইজি ঢাকা রেঞ্জের নির্দেশে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে নরসিংদী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের মুখে পড়ে সাবেক ডিবি ওসি কামরুজ্জামান পুলিশ সুপারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ প্রচার করতে থাকেন, যা নরসিংদী জেলা পুলিশকে হেয়প্রতিপন্ন করেছে। বিশ্লেষকরা বলছেন, গাঁজা কেলেঙ্কারি থেকে নিজেকে বাঁচানোর জন্যই পুলিশ সুপারের বিরুদ্ধে অপপ্রচার চালান কামরুজ্জামান। তার এই ন্যাক্কারজনক কাজটি বিভাগীয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ৫ আগস্টের পর নরসিংদী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে শুরু করে। মাদক, অস্ত্রবাজি, ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। ঠিক তখনই বাংলাদেশ পুলিশের নিয়মিত রদবদলের অংশ হিসেবে নরসিংদীতে যোগদান করেন মেধাবী, সাহসী ও পরীক্ষিত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। তার নেতৃত্বে নরসিংদী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং একের পর এক সফল অভিযান চালিয়ে জেলাকে সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে উদ্যোগ নেয়। ফলে অল্প সময়ের মধ্যেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসে। তবে যখন পুলিশ প্রশাসন সফলতার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন কিছু স্বার্থান্বেষী মহল পুলিশ সুপার ও জেলা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু জনগণের সমর্থনে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। নরসিংদী জেলার সর্বস্তরের মানুষ বিশ্বাস করে, একজন দক্ষ ও সৎ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে জেলায় শান্তির পরিবেশ বজায় থাকবে। সাধারণ মানুষের প্রত্যাশা, নরসিংদী জেলা পুলিশ তাদের জনবান্ধব কার্যক্রম অব্যাহত রেখে অপরাধ দমনে আরও কঠোর হবে।