নবীগঞ্জে ঈদের জামাত নিয়ে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ মার্চ , ২০২৫ ১১:৩৫ আপডেট: ২৯ মার্চ , ২০২৫ ১১:৩৫ এএম
নবীগঞ্জে ঈদের জামাত নিয়ে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে নিহত ১
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদে ঈদের জামাত নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিঘাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়  মসজিদে ঈদের জামাত নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিঘাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত ব্যক্তি হলেন-আব্দুল কাইয়ুম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়ার মজুদ উল্লাহর ছেলে।  শুক্রবার (২৮ মার্চ ২৫) ইং রাত ৮ ঘঠিকায়-  উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া জামে মসজিদের মধ্যে তারাবি নামাজে ঈদের জামাত নিয়ে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটনা টি ঘটে!    স্থানীয়রা জানান, মসজিদের মধ্যে তারাবি নামাজের সময় মজুদ উল্লাহর ছেলে আব্দুল কাইয়ুম ও একই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে মুজাহিদ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে কাইয়ুমকে ছুরিকাঘাত করেন মুজাহিদ আলী। এতে সে গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান!   এ ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।   নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন  বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি এবং পুলিশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক করেছে।  নিহতের মরদেহ থানায় নেওয়া হবে, তারপর সুরতহাল করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এই বিভাগের আরোও খবর

Logo