রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকৃতির একটি ইলিশ। শনিবার (১৯ জুলাই) ভোরে পদ্মা নদীর বাহিরচর এলাকায় জেলে হারুন হলদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি ফরিদপুর জেলার মোমিনখার হাট এলাকার বাসিন্দা। পরে জেলে হারুন হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহানের সঙ্গে যোগাযোগ করেন। ওজন করে দেখা যায়, ইলিশটির ওজন ১ কেজি ৮৯০ গ্রাম। সম্রাট শাহজাহান শেখ দর দাম করে ৩৮০০ টাকা কেজি দরে মোট ৭ হাজার ১৮২ টাকায় কিনে নেন। পরে তিনি মুঠোফোনে যোগাযোগ করে ময়মনসিংহ জেলার এক প্রবাসীর কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৭ হাজার ৫৬০ টাকায় ইলিশটি বিক্রি করেন। এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘এবার পদ্মায় বড় ইলিশ খুবই কম ধরা পড়ছে। বড় ইলিশের খবর শুনে অনেকেই আগ্রহ দেখান। আমি লাভের আশায় মাছটি কিনেছিলাম, শেষ পর্যন্ত কিছুটা লাভে বিক্রি করতে পেরেছি।’এদিকে পদ্মায় ইলিশের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। তিনি বলেন,‘বর্তমানে পদ্মায় ইলিশের প্রজনন ও উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। অপরিকল্পিত ও অধিক হারে মাছ ধরা, বিশেষ করে জাটকা নিধন ও কারেন্ট জালের ব্যবহার ইলিশের স্বাভাবিক বংশবৃদ্ধিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’তিনি আরও বলেন,‘নদীর নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং পানি দূষণের কারণেও ইলিশের বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। পদ্মা ও মেঘনার বিভিন্ন পয়েন্টে চর পড়ে যাওয়ায় ইলিশের চলাচল সীমিত হয়ে পড়েছে। তাই ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি জাটকা রক্ষা ও নদীর পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।’