নকলায় নব-দিগন্ত একাডেমির শতভাগ জিপিএ ৫ অর্জন

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ১৬ মে , ২০২৪ ০৫:৫৪ আপডেট: ১৬ মে , ২০২৪ ০৫:৫৪ এএম
নকলায় নব-দিগন্ত একাডেমির শতভাগ জিপিএ ৫ অর্জন
এবারের এসএসসি ২০২৪ পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের নব-দিগন্ত একাডেমির শিক্ষার্থীরা ।

এবারের এসএসসি ২০২৪ পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের নব-দিগন্ত একাডেমির শিক্ষার্থীরা ।

ময়মনসিংহ বোর্ডের আওতাধীন নব-দিগন্ত একাডেমি হতে এসএসসি পরীক্ষায় ১৩ জন অংশগ্রহণ করে শতভাগ জিপিএ ৫ অর্জন করে।এতে এলাকায় যেন আনন্দের বন্যা বয়ে গেছে ।

জিপিএ ৫ প্রাপ্ত বিজ্ঞান শাখার পরিক্ষার্থীরা হলেন -  সাবিহা সুলতানা রিহা, রিফাত ইবনে অপূর্ব, সাফিয়া আক্তার ফিমা,নাজমুল হাসান,নুসরাত জাহান আলো,আবির হাসান উল্লাস, তানিয়া আক্তার, তায়্যিবা জান্নাত,রাসেল আহমেদ, জেবা রাইসা,আফিয়া আক্তার শ্রাবন্তী,হিমি আক্তার,সাজেদা আক্তার। শিক্ষার্থীরা জানান আমরা ভালো রেজাল্ট করে বাবা মাকে অনেক খুশি করতে পেরেছি এবং বড় হয়ে ভালো মানুষ হতে চাই।

এ উপলক্ষে  প্রতিষ্ঠানটি তাদের প্রত্যাশিত ভালো ফলাফল পাওয়ার আনন্দে  শিক্ষার্থী সহ এলকার সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান বলেন , বিদ্যালয়টি এমন ফলাফল অর্জন করায় আমি আনন্দিত ও গর্বিত ‌।

এ সময় প্রধান শিক্ষক মো: লতিফুর রহমান,সহকারী পরিচালক খন্দকার আব্দুর সায়েদ,শিক্ষক রনি,নকলা প্রেসক্লাবে'র সদস্য রেজাউল হাসান সাফিত, তরুণ সাংবাদিক হাসান মিয়া,   ম্যানেজিং কমিটির সদস্য মো:নূর ইসলাম, সাইফুর রহমান মিটু,সারোয়ার জাহান নিঝুম সহ প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


এই বিভাগের আরোও খবর

Logo