দৈনিক আজাদীর অর্থায়নে “চমাশিহা ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার” এর ৭ম তলায় প্রতিষ্ঠিত “মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ড” অদ্য ০৩/০৫/২০২৫ তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান জনাব এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি জনাব আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, কনফিডেন্স সিমেন্ট এর ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়–য়া, সাবেক লায়ন গভর্ণর মিসেস কামরুন মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা। অনুষ্ঠানে ক্যান্সার ইনষ্টিটিউটের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি রোগীর পরিসংখ্যান এবং চিকিৎসা সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন ক্যান্সার ইনষ্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান। বিভিন্ন কার্যক্রম প্রধান অতিথি জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। নি¤œ আয়ের মানুষ উপকৃত হয় এই রকম কাজ আমাদের করতে হবে। এই ধরনের প্রতিষ্ঠান নি¤œ আয়ের মানুষের সেবায় প্রতিষ্ঠিত একটি হাসপাতাল। এই হাসপাতালের উন্নয়নে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। ক্যান্সার একটি মরনব্যাধি রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির পরিবারও এর ভুক্তভোগী। চিকিৎসার মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে পারি, আক্রান্ত রোগীকে একটু স্বস্তি দিতে পারি। তিনি আজাদী পরিবারকে এই মহতী উদ্যোগে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। যথাযথ উদ্যোগ গ্রহণ করা গেলে এই ক্যান্সার হাসপাতাল শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হবে।
মা ও শিশু হাসপাতালের নিয়ন্ত্রণাধীন অনেকগুলো মানব সেবী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই হাসপাতালের তত্ত¡াবধানে পরিচালিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় বর্তমানে দেশের শ্রেষ্ঠ পর্যায়ে উন্নিত হয়েছে। বর্তমান পরিচালনা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের সকলের সার্বিক সহযোগিতায় এই হাসপাতালও একদিন শ্রেষ্ঠত্ব অর্জন করবে। বর্তমানে হাসপাতালের সেবার যে মানদন্ড সৃষ্টি হয়েছে তা অক্ষুন্ন রেখে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি পরিচালনা পর্ষদকে অনুরোধ করেন। তিনি তার পক্ষ থেকে হাসপাতালের সার্বিক উন্নয়নে সকল সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) জনাব মোহাম্মদ শহীদ উল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী, মেম্বার জনাব তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর (ডাঃ) মোঃ আব্বাস উদ্দিন, জনাব মোঃ সাইফুল আলম, ডাঃ মোঃ বেলায়েত হোসেন ঢালী, ডাঃ মোহাম্মদ সারোয়ার আলম, জনাব মোহাম্মদ আবুল হাশেম, মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়–য়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, ডাক্তার, নার্স, কর্মকর্ত, কর্মচারী, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ওয়ারিশ সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মুফতী মোহাম্মদ এজহার।