দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে যশোর জেলা বিএনপি

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৫ আগস্ট , ২০২৪ ১৬:১৪ আপডেট: ২৫ আগস্ট , ২০২৪ ১৬:১৪ পিএম
দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে যশোর জেলা বিএনপি
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। রাজনীতি পাশাপাশি আমরা সব সময় সামাজিক এবং মানবিক কার্যক্রম করে থাকি। জাতীয় কোন সংকট কিংবা মানবিক বিপর্যয় ঘটলে বিএনপি তাৎক্ষনিক সেবা ব্রুত নিয়ে এগিয়ে যায়।

দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে যশোর জেলা বিএনপি। শনিবার জেলা বিএনপির কার্যালয়ে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু হয়।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। রাজনীতি পাশাপাশি আমরা সব সময় সামাজিক এবং মানবিক কার্যক্রম করে থাকি। জাতীয় কোন সংকট কিংবা মানবিক বিপর্যয় ঘটলে বিএনপি তাৎক্ষনিক সেবা ব্রুত নিয়ে এগিয়ে যায়।

অতীতেও দেশে ও জনগণের প্রতিটি সংকটে বিএনপি পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে  করোনা মহামারি কিংবা সিলেটে ভয়াবহ বন্যা দুর্গত মানুষের পাশে দলের প্রতিটি নেতাকর্মী যে ভাবে দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বন্যা দর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যে জেলা বিএনপি এই উন্মুক্ত ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। জেলা বিএনপি ক্রাণ সংগ্রহের কার্যক্রমের প্রথম দিনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিরা নগদ অর্থ ও বস্ত্র প্রদান করেন।

এই বিভাগের আরোও খবর

Logo