কেন্দুয়ায় যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার (২৬ নভেম্বর ) দুপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ ত্রৈমাসিক সক্রিয়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ।মূলত সুইডেনের আর্থিক সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এই যুব ফোরাম ।এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন, উপজেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সমন্বয়কারী চয়ন সরকার, উপজেলা যুব ফোরামের আহ্বায়ক হিরন মিয়া ও যুব ফোরামের সদস্যবৃন্দ ।সভায় বক্তারা বলেন, সারা পৃথিবী জুড়ে যে বিভিন্ন সমস্যা বিরাজমান রয়েছে, এর থেকে পরিত্রাণের লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস । তাই যুআদের অংশগ্রহণে বিশ্বব্যাপী শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চর্চা এই তিনটি বিষয় বাস্তবায়নে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি আমরা ।