দেবিগঞ্জে ৩৩০০০ ভোল্ট লাইনে ড্রাম ট্রাক বিদ্যুতায়ীত হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু

গৌরব কুমার দাস প্রকাশিত: ২১ এপ্রিল , ২০২৫ ১৪:২৬ আপডেট: ২১ এপ্রিল , ২০২৫ ১৪:২৬ পিএম
দেবিগঞ্জে ৩৩০০০ ভোল্ট লাইনে ড্রাম ট্রাক বিদ্যুতায়ীত হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
আজ ২১ এপ্রিল ২০২৫ দেবিগঞ্জ পৌরসভার আব্দুলপুর রাংগা ফিলিং স্টেশনের কাছে একটি ড্রামট্রাক গ্রীজিং করার সময়ে ৩৩০০০ ভোল্ট লাইনে গাড়িটি বিদ্যুতায়ীত হয়ে মটোর মেকানিক রুবেল ইসলামের (২১) স্পটে মৃত্যু হয়েছে।

আজ ২১ এপ্রিল ২০২৫  দেবিগঞ্জ পৌরসভার আব্দুলপুর রাংগা ফিলিং স্টেশনের কাছে একটি ড্রামট্রাক গ্রীজিং করার সময়ে ৩৩০০০ ভোল্ট লাইনে গাড়িটি বিদ্যুতায়ীত হয়ে মটোর মেকানিক রুবেল ইসলামের (২১) স্পটে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। তাদের ফায়ার সার্ভিসের সহায়তায় দেবিগঞ্জ উপজেলা হাসপাতালে প্রেরন করা হয়।
অদ্য সকাল ১০.০০ টা নাগাদ দেবিগঞ্জ রাংগা ফিলিং পাম্প সংলগ্ন আল্লাহরদান ভলকানাইজিং দোকানে একটি ড্রাম ট্রাকের (যশোর ট -১১৫৫৬৪) গ্রীজিং করার সময় ড্রাইভারের ভুলের কারণে উপরে থাকা ৩৩০০০ বিদ্যুত লাইনের সাথে ড্রাম ট্রাকটির সংযোগ ঘটে যায়। এ সময় ট্রাকের নীচে গ্রীজিং করা অবস্থায় রুবেল সহ আরো ২ জন বিদ্যুতায়ীত হলে ঘটনাস্থলে রুবেল ইসলাম মৃত্যু বরন করে। নিহত রুবেল আল্লাহর দান ভলকানাইজিং এর মেকানিক ও সত্তাধীকার জুয়েলের শ্যালক। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ বের করেন এবং আহতদের হাসপাতালে পাঠায়।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ পূর্বক মামলার প্রস্তুতি নিচ্ছে বলে দেবূগঞ্জ পুলিশের এসআই আজাদ সাংবাদিকদের জানায়। সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই বিভাগের আরোও খবর

Logo